প্রিয় মাশরাফি ভাই,
আমাদের সবার সালাম নিবেন। আশা করি আপনি সুস্থ আছেন। আমরা সবাই সেটাই আশা করি তার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি।
বাংলাদেশ দলের অভিভাবক তথা পুরো বাংলেদেশের মর্যাদার কর্ণধার আপনার ছোঁয়ায় আজ বাংলাদেশ এত দূর আসতে পারছে। আমরা জানি, বাংলেদেশ দলের জন্য যা যা করার দরকার তার সবটাই আপনি করবেন। কিন্তু বর্তমান সময় যেটা সব চাইতে জরুরি তাহলো মোস্তাফিজকে তার পূর্বের বল করার জায়গা, কিভাবে বল করতো তার ভংগি তার সবটাই জানানো এবং সেই ম্যাচ গুলোর ভিডিও দেখানো। তাকে মনে করিয়ে দেওয়া, তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে বারবার মনে করিয়ে দেওয়া, যে সে বিশ্বসেরা অলরাউন্ডার। সে যখন মাঠে নামবে শুধু তাকেই নিয়ে যেনো প্রতিপক্ষ পরিকল্পনায় ব্যস্ত থাকে।
আপনি সবার নেতা, আপনি সবাইকে বলে দিবেন শুধু স্টাম ভাংতে পারলেই আর গতি দিয়ে বল করলেই হবে না, কেনোনা প্রতিপক্ষ খেলার জন্যই মাঠে নেমেছে তাই টেকনিক টাও গুরুত্বপূর্ণ, যেভাবে বল করলে রান খরচা কম হবে, সেটাই করতে হবে সবাইকে।
সৌম্য ভাই যেনো তামিম ভাই এর যোগ্য সঙ্গী হতে পারে সেটা মনে করিয়ে দিতে হব। সাব্বির, মাহামুদোল্লা, মুশফিক ভাই যেনো
ঠাণ্ডা মাথায় বল রানের সমতা রেখে খেলে।
বর্তমান যে ১৫ সদস্য বিশিষ্ট দল সেটাই শ্রেষ্ঠ, তাই সবাইকে জানাতে হবে। সাকিব ভাই আপনার উপর দায়িত্ব সব চাইতে
বেশি, আপনি অগোছালো ক্রিকেট খেলা থেকে বিরত থাকুন। দলের সবচাইতে অভিজ্ঞ ক্রিকেটা আপনি, আপনার তথা আপনাদের উপর পুরো ১৬ কোটি মানুষের আস্থা, পুরো জাতির সম্মান আপনাদের উপর সেটা ভুলে গেলে চলবে না।
আমরা ছিলাম,আমরা আছি,আমরা সারা জীবন থাকবো, আল্লাহর কাছে দু-হাত তুলে দোয়া করব। পরিশেষে সবার সুস্থতা কামনা করছি আর ভুল হলে ক্ষমাও চাচ্ছি।
মাশরাফি ভাই আপনাকেই দেখতে হবে, সবাইকে মনেও করিয়ে দিতে হবে যার যার অবস্থান ও ক্ষমতা। ভালো থাকবেন।
...শুভকামনা রইলো সবার জন্য....
ইতি
ক্রিকেট প্রেমিক..
সাইদুর খন্দকার।
এমটিনিউজ২৪/টিটি/পিএস