আল-আমিন শিবলী: মাশরাফি সবচেয়ে জনপ্রিয়। মাশরাফির আর্দশ মেনে এখন তরুণরা লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর জন্য মেতে উঠেন। আবার তার হাতের বোলিং জাদুতে মুগ্ধ হয়ে মাঠ কিংবা মাঠের বাহিরে ‘সাবাস বাংলাদেশ’ স্লোগানে কম্পিত করে তুলেন গোটাবিশ্বকে। মাশরাফির কোন তুলনা হয় না। তিনি সর্বকালের সেরা একজন অধিনায়কই নয়... সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিও।
ক্রিকেটাঙ্গনে আনাচে-কানাচে তাঁকে চেনে না এমন কাউকে পাওয়া দুস্কর। এমনকি পৃথিবীর এমন কোন জায়গা নেই যে, যেখানে টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভক্ত নেই। যার হাত ধরে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া অনেক জয়ই। মাশরাফি শুধু একজন ক্রিকেটার কেবল নয়; কোন জাতির ইতিহাসে এমন মানুষই আসে শতবর্ষের আরাধনায়। মাশরাফি হলো গ্রিক ট্রাজেডি আর ভারতীয় রোমান্টিকতার মিশেলে এক মহাকাব্য।
মাশরাফির নাম তো বাংলার ইতিহাসের পাতার সেদিনই লেখা হয়েছে, যেদিন অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকে তাকমা লাগিয়ে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়াটার ফাইনাল খেলছে। আবার ঘরের মাটিতে পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নাকচুবানি দিয়েছেন।
এক কথা বলা যায় যে, অতীত মাশরাফি এখন নেই, এখন তাঁকে দেখেই সালাম দেন অনেক গ্রেট গ্রেট ক্রিকেটাররা। টাইগার দলের এই অধিনায়ককের গল্প এখনেই শেষ হয়নি। এখন মাশরাফির আর্দশ মেনে বাংলাদেশের তরুণরা লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর জন্য উপচে পড়েছে। এমনকি, তাঁর হাতের বোলিং জাদুকাঠিতে মেতে উঠছে বর্তমান প্রজন্মের তরুণারা। আবার যার হাতের বোলিং জাদুতে মুগ্ধ হয়ে মাঠ কিংবা মাঠের বাহিরে ‘সাবাস বাংলাদেশ’ স্লোগানে কম্পিত করে তুলেন গোটা বিশ্ব।
সেই টাইগার দলের দলপতি মাশরাফি বিন মুর্তজার যখন কলম্বোর প্রেমাদাসায় শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেললেন। ঠিক তখনই মাশরাফির অবসরকে ঘুরে দুঃখ ভারাক্রান্ত বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট সমর্থক সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করছেন নিজের আকুতি।
বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদান কারো অজানা নয়। হারের বৃত্তে থাকা দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। যে সাফল্যে আজ গোটা বিশ্ব বাংলাদেশকে সমীহের দৃষ্টিতেই দেখে। এমন জাদুরকাঠি হারানোর কথা ভাবতেই যেন বুক ভেসে যায় সমর্থকদের। তাই সামাজিক মাধ্যমে মাশরাফিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ক্রিকেটভক্তরা।
কেউ লিখেছেন, ‘বাঘের গর্জন আর শুনতে পাবো না, এটা মান্তেই পারছি না।’ কেউবা কবিতার মতো ছন্দ দিয়েও লিখেছেন। আবার কেউবা মাশরাফি `Mashrafe' নামটা ভেঙে পুরোদমে বিশ্লেষণ করেছেন এভাবে...
M= marvelous(অবিশ্বাস্য)
A= astonish (তাক লাগানো)
S= sympathetic (দরদী)
H=horrible (ভয়ংকর)
R=rare (বিরল)
A=amazing (বিস্ময়কর)
F=famous (বিখ্যাত)
E=energetic (তেজোময়)
এসব মিলিয়ে টাইগার দলের ক্যাপ্টেন্সি মাশরাফি|
উল্লেখ, লেখাটি Alamin Shibli এর ফেসবুক কমেন্টস থেকে সংগ্রহীত। উক্ত লেখাটির জন্য সম্পাদক দায়ী নয়।
এমটিনিউজ২৪/টিটি/পিএস