পাঠকই লেখক ডেস্ক: ইস্... সেদিন যদি চ্যাম্পিয়নস ট্রাফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাশরাফিদের সাথে অলরাউন্ডার নাসির হোসেন থাকতেন। তাহলে হয়ত ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রাফি থেকে বিদায় নিতে হতো না বাংলাদেশের। নিজের ফেসবুক আইডিতে এমন একটি স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছেন Tahsan Parvej নামক একজন বাংলাদেশি সমর্থক।
Tahsan Parvej নামক এই ব্যক্তি আরও লিখেছেন, নাসির হোসেন যদি ঐদিন সেমিফাইনাল ম্যাচ খেলতেন, তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনাল খেলতো। চ্যাম্পিয়নস ট্রাফি শুরুর আগে কেউ ভাবেনি সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করার পর ১৬ কোটি বাঙালি দেখতে শুরু করেছিলেন ফাইনালের স্বপ্ন। কিন্তু তা হয়নি টাইগার টিম ম্যানেজমেন্টদের ভুলে।
ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে টাইগার একাদশে নাসিরকে নিয়ে খেললে কী হতো? টাইগার টিম ম্যানেজমেন্টদের ভুল একাদশে নাসিরকে না রেখে। টিম ম্যানেজমেন্টদের এই ভুলের কারণেই সেদিন সেমিফাইনালে থেমে গিয়েছে ১৬ কোটি বাঙালির স্বপ্নযাত্রা। হারতে হয়েছে ভারতের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
২২ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস