লেখক- মেহেদী হাসান কৌশিক।
গ্লাসের ফাঁক দিয়ে উঁকি মেরে বারবার তাকিয়ে অপার,
আাহা হতো যদি দোকানে রাখা লাল জামাটা আমার।
বাবাতো সেই কবে মরেছে মা মুমূর্ষ রোগী,
আহার নিদ্রায় কষ্টে আমরা কত রোগে ভোগী।
কাগজ টুকিয়ে যা পাই তা দিয়ে চলেনা পেট,
ঈদের দিনে সেমাইতো দূরের কথা পাইনা চকলেট।
দোকান রাখা লাল জামাটা দেখিছিলাম যেদিন,
সেদিন থেকে কাগজ কুড়িয়েছি জাদা ক্লান্তিহীন।
যা পাই তার অর্ধেকটা মা ছেলে খাই,
বাকিটা মায়ের আড়ালে লুকাই।
চাঁদ রাতে টাকাগুলো নিয়ে হাতে দেখলাম গুনে গুনে,
পাঁচটা বিশ সাতটা দশ আর পাঁচে দুইশত পৌনে।
ভাবলাম লুকিয়ে আনবো কিনে স্বাদের লাল জামা,
ঈদটা এবার ভালোই যাবে, ঠেকায় কে মামা!
যেই যাবো কিনতে আমি স্বাদের সামাল,
মায়ের মুখে বিকৃত আওয়াজ বাজল সমান্তরাল।
তাকিয়ে দেখি হল একি আমার প্রানের মায়ের,
লাল রক্ত ভরে গেছে মুখ যেন পানের খয়ের।
অতিকষ্টে নিয়ে গেলাম অদূর হাসপাতালে,
ডাক্তার বলল,ঔষধ গুলো নিয়ে এসো মায়ের ছেলে।
জামাটার টাকা দিয়ে আমি ঔষধ করলাম বিনিময়,
কিন্তু এসে দেখলাম মা করল জীবনের সাথে পরাজয়।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস