লেখক- মেহেদী হাসান কৌশিক।
তুমি কখন নদীর জলরাশি দেখেছো,
অথবা আকাশ নদীর মিলন?
তা মৃত্তিকার ক্ষত বুকে বিন্দু বিন্দু প্রেম
এবং আকাশ চিত্র বুকের মাঝে ধারন।
তুমি কি কখন পাহাড় দেখেছো-
অথবা দেখেছো পাহাড় ঝর্নার প্রেমবিরহ?
তা তো পাহাড়ের নীরব চিৎকার
পরক্ষনে চোখের জল পতন অহরহ।
তুমি বিস্তৃর্ন খোালা মাঠ দেখেছো,
অথবা ধেনুর পরম আদরের ঘাস চর্বন?
তা ভালোবাসার প্রনয় স্পর্শ,
এবং নীরব সুখের আস্ফালন।
যদি তুমি না দেখো প্রকৃতির লীলা,
না বুঝ আত্মিক ভালোবাসা...
তাহলে বুঝব করেছো অবহেলা,
ভালোবাসা আমার শুধুই নিরাশা।
০৩ জুলাই ২০১৭/এমটিনিউজ/আ শি/পিএম