নারী তুমি অন্যায়ের সাথে অার কর না অাপোষ,
অন্যায়ের তুমি প্রতিবাদ করো, যা হবার তা হোক।
সবার অাড়াঁলে কষ্ট তুমি বুকে চেপে রেখে,
অন্যায়কে কেন প্রশ্রয় দিয়ে কষ্ট সহ্য করো?
নারী তুমি ঘরের কোনে কেন রয়েছো পরে?
বেরিয়ে এসে নিজের জগত গড় নতুন করে।
ভয় নেই! তুমিও পারবে অন্যায় মোছন করতে,
শান্তির বার্তা বয়ে দিতে সারা জগতে।
নারী তুমি ভীতু নও, তুমিও সাহসী,
সকল সফলতার পেছনে রয়েছো নারী তুমি।
লেখক-নাহিদা ইউসুফ, ভোলা সরকারি কলেজ, ভোলা।
০৯ জুলাই ২০১৭/এমটি নিউজ/আ শি/এএস