সাথীহারা ময়ূর হয়ে খুঁজে চলি
কোন সে গহীন বনে, জানি না...
আগুন লেগে মনের ভিতরে,
ছুটে চলি তোমার শহরে, দেখি না।
কত অলি কত গলি স্মৃতিটুকু বুকে ধরি
খুঁজে চলি ইট পাথরের আঙ্গিনায়।
ঘুমের ঘরে স্বপ্ন দেখি অবাক মায়ায়
ডাকছো আমায়, হাত বাড়িয়ে জানালায়।
আমার আমিকে অন্য আমি বানিয়ে
নীরব রাতে জ্যোৎস্না সাথে, কথা বলি...
আগুন বুকে ছলনার সুখে তারার সাথে
দিই যে পারী, নিঝুম রাতে কাকের কলকাকলি!
মাতাল আমি আজি তোমার প্রেমে-
লতানো স্বপ্ন কতটুকু টেনে, যাবো কতদূর।
সম্যোহান হই তোমায় এনে,
স্বপ্নটুকু আকড়ে বুকে,
হাটবো তোমাতে... অচিনপুর।
লেখক- মেহেদী হাসান কৌশিক।
এমটি নিউজ/আ শি/এপিডিসি