লেখক-মোবাশ্বারা লাবণি।
‘তোমাকে আমারই হতে হবে’-এ কথাটা বলছি না তোমাকে!
শুধু বলতে ইচ্ছে করে-একটু নিখাঁদ মনের টান রেখো
আমার জন্য; যে টানের আশায় অজন্মের এ
কাঙালীপনা আমার মাঝে।
‘তোমাকে আমারই হতে হবে’-এ কথাটা বলছি না তোমাকে!
শুধু বলতে ইচ্ছে করে-বিশ্বাসের ভিতটাকে শক্ত করে গেঁথো;
যেন অবিশ্বাসের ঘূণপোকা নড়বড়ে করে না দেয়
এই আমাকে-তোমার কাছে।
‘তোমাকে আমারই হতে হবে’-এ কথাটা বলছি না তোমাকে!
শুধু বলতে ইচ্ছে করে-নিজস্বতাকে বিসর্জন দিয়ে আসতে
বলো না তোমার কাছে; এই আমিকে আমারই মতো
করে তোমার করে নিও।
‘তোমাকে আমারই হতে হবে’-এ কথাটা বলছি না তোমাকে!
শুধু বলতে ইচ্ছে করে-ঠিকটা না হয় না-ই বুঝলে;
অন্তত ভুলটা কখনো বুঝো না আমায়। এখানটাতে
এসেই থমকে গেছি তুমি-আমি।
‘তোমাকে আমারই হতে হবে’-এ কথাটা বলছি না তোমাকে!
শুধু বলতে ইচ্ছে করে-ভালোবেসে কাছে টানতে না
পারো, সাদরে দূরে ঠেলে দিও; তবু নির্মমের মতো
ছুঁড়ে ফেলো না আমায়।
‘তোমাকে আমারই হতে হবে’-এ কথাটা বলছি না তোমাকে!
শুধু বলতে ইচ্ছে করে-এই তোমারই মতো করে কেউ কখনো
ভালোবাসেনি আমায়।
এমটি নিউজ/আ শি/এএস