অভিবাদন তোমায় নতুন সকালের,
যে সকালে নিয়ে আসবে তোমার জন্য
একরাশ কাশফুলের নরম শুভ্রতা।
অভিবাদন দুষ্ট মিষ্টি রোদেলা দুপুরের,
যে দুপুরে কৃষক ক্লান্তি নিবারণ করে
নিয়ে বটের শীতলছায়া যা একান্তই শুদ্ধতা।
অভিবাদন তোমায় গোধুলী লগনের,
যে গোধুলীর আকাশ ভরে যায়
ঘরে ফেরা বকের সারিতে, যা একতা।
অভিবাদন তোমায় জোনাক জ্বলা সন্ধ্যার,
যে সন্ধ্যায় দলবেধে পুকুর ঘাটে বসে গান গাইবে
সাথে জ্যোৎস্নারর আভা থাকবে সমতা।
অভিবাদন তোমায় গভীর রাত্রির,
যে রাত্রির ঝুমঝাম স্তব্ধতা কেটে যাবে
কোন শেয়ালের হুকাহু ডাকের পারদর্শিতা।
লেখক-মেহেদী হাসান কৌশিক।
এমটি নিউজ/আ শি/এপি/ডিসি