সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ০৩:০৯:২২

দশ বছর আগের টাকা

দশ বছর আগের টাকা

জয়নাল আবদীন : →দশ বছর আগের কথা আমি যখন ক্লাস ফাইভ এ পড়ি তখনকার একটা কাহিনী।

একদিন আমার স্যার আমাকে ১০ টাকা দিয়ে বললো একটা পান কিনে আনতো। স্যারের কথামতো দোকান থেকে ২ টাকা দিয়ে একটা পান আনলাম আর বাকি টাকা স্যার দিতে গিয়ে বললাম, ' স্যার এই নেন আট্টেয়া( আট টাকা)।
স্যার আমাকে জিজ্ঞেস করলো, কয় টাকা???
--আট টেয়া

(স্যার আমাকে আবার জিজ্ঞেস করলো কয় টাকা ঠিক করে বল।)

-- এবার আমি মেজাজ খারাপ করেই বললাম আটটেয়া দেখেন না আপনি???

এবার স্যার আমাকে তার কাছে ডাকলেন। কাছে যেতেই কানটা টেনে লাল করে দিলো।

--স্যার, এইটা কি করলেন?? শুধু শুধু কানটা টানলেন ক্যান??

-- বলদ তোরে কোনো স্যার বলেনি স্কুলে শুদ্ধ ভাষা বলতে হয়! (ততক্ষণে বুঝলাম আমার ভুলটা কোথায়।) স্যারের কথা শুনে অজ্ঞান থেকে মনে হল পুনরায় জ্ঞান ফিরে পেলাম।

সেদিন থেকেই একটু আধটু শুদ্ধ বলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তারপর থেকে খুব বেশিবার মনে হয় টাকাকে টেয়া বলতে হয়নি।
.
→ দশ বছর পর
হাতে কাজ যা ছিল সব শেষ করলাম। এখুনি অফিস শেষে বাসায় ফিরবো। বসার চেয়ারটা ততক্ষণে পারভেজ ভাই দখল করে নিয়েছে।
.
দরজা দিয়ে বের হওয়ার সময় মনে হলো 'টেয়া' রাইখা আসছি। পারভেজ ভাইকে বললাম ভাই দেখেন তো, টেয়া রাখছি কিনা। ইতোমধ্যে কয়েকবার টেয়া বলে ফেললাম। যদিও টাকার ব্যাপারটা ঠাট্টা করেই করেছিলাম, কিন্তু কেহই এই টাকাকে টেয়া বলার ব্যাপারটা খেয়াল করেনি, শুধু আলামিন ভাই বাদে।
.
উনি হেসেই দিলো ভোলা জেলার এই গ্রাম্য ভাষা বলতে শুনে। সাংবাদিক বলে কথা! সাংবাদিকদের নাকি আবার চোখ চারটা, কানেও পাওয়ার ও বেশি, তাইতো ওনার চোখেই ধড়া পরলো গ্রাম্য ভাষার ব্যাবহার।
.
ভুলেই গিয়েছিলাম গ্রাম্য ভাষা বলতে যে কিছু একটা আছে। নতুন করে উনিই মনে করিয়ে দিলো নিজের দেশকে, মা-মাতৃভূমি-মাতৃভাষাকে। যাহোক মাঝেমধ্যে নিজের দেশকে ভালোবেসে হলেও আঞ্চলিক ভাষার ব্যাবহার করা উচিত।।
.
→ MD Joynal Abdin

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে