তুমি হাসলে মুখ হাসে না,
হাসে তোমার দুটি আঁখি।
তোমার মুখ যে হাসে না
সেটা কিন্তু ভুল!
হয়ত তুমি লজ্জাবোধ করছো?
আমাকে তোমার মনের
মাধুলী দিয়ে দেখতে,
নতুবা লুকোচুরি খেলছো।
তুমি তাকাও আমার দিকে,
এক পলক তাকাও?
তোমার মায়াবী মুখখানা দেখব।
আমার হৃদয়ের আলপনায়
তোমার মুখখানার ছবি আঁকব।
লেখক: আল-আমিন শিবলী, ঢাকা কলেজ।