কবি-মেহেদী হাসান কৌশিক।
একেবারে নীরবে নিস্তব্ধতা আরো গহীনে
নিশব্দে কে যেন কয় কথা মোর কর্নে।
শুকনো পল্লবীর মর্মর শীতল ধ্বনিতে,
কে যেন বলে যায় অবাক বানীতে।
কি সব বানী জুড়ায় শ্রবনে হিয়া-
কুজন মধুর হৃদস্পর্শী অবিকল ময়না টিয়া।
মলয় মরুৎময় বহে সেই স্বর,
যেন আতপের স্নিগ্ধতা,নয় দিবাকর।
অনেক শুনেছি তবুও যেন প্রথম,
পুরঁজন সে বানী প্রায় প্রানসম।
কহনে পরক্ষন নড়ে নিলয়,
নবাশায় বুঝি মোর এমন হয়।
বল..বল...বল প্রিয়া অমৃত সে লবজ,
তোমারি সে অমৃতাতে পাই হিয়ার খোঁজ।
"ভালোবাসি বড় বেশি"যখন বল তুমি,
ভাবি জেয়ানে আমি ভুবনে সবচেয়ে দামী।
এমটি নিউজ/আ শি/এএস