জয়নাল আবদীন : প্রথম ওয়ানডেতে ২৮২, দ্বিতীয়টিতে ৩৫৩ আর আজ তৃতীয় ম্যাচে ৩৬৯—এবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১০০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচ সিরিজে এই প্রথম বাংলাদেশ হজম করল ১ হাজারের বেশি রান! ওয়ানডে ইতিহাসেই ৩ ম্যাচ সিরিজে ১ হাজার রান হজম করা খুব বিরল ঘটনা। এর আগে মাত্র দুটি সিরিজে ঘটেছিল এমন ঘটনা। ২০০ রানে হেরে যাওয়া সিরিজের শেষ ম্যাচের মাঝপথেই এই রেকর্ড হজম করতে হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশকে হারানোর জন্যই দক্ষিণ আফ্রিকার এই চক্রান্ত ? আমি জানিনা বার বার কেনো একই মাঠে খেলতে হলো বাংলাদেশকে। কেনই বা এই ভেজা মাঠে খেলতে হলো ? তাদের দেশে কি আর কোনো মাঠ ছিলোনা ? ছিলো, মাঠ আরো অনেক ছিলো ।
সেদিন দেখলাম হাশিম আমলা একটা বল অনেক জোড়ে হাঁকালেন, বলটা অনেক উপরে দিয়ে বাউন্ডারির প্রায় এক ফুট কাছে গিয়ে পরে কিন্তু সেখান থেকে আর একটুও গড়ালো না । তাতেই বোঝা যায় যে মাঠ কতটা ভেজা আর খারাপ ছিলো।
আমি নিশ্চিত যে, অন্য কোনো দেশের মাঠ হলে বা আমাদের বাংলাদেশের মাঠ হলে হাশিম আমলার সেই মারটা নিশ্চই চার হতো । শেষ ওয়ানডে দেখলাম যে মাঠ থেকে বড় একটা কিসের টুকরো বের করা হলো, লাইভে সেটা দেখতে পেলো লাখো দর্শক ।
দক্ষিণ আফ্রিকার মতো বাংলাদেশ এত ভালো দল নয়, তবে আমি বলবো বাংলাদেশ এতটা খারাপ ও নয় । যে দলের নেতা মাশরাফির মতো কেউ থাকে, সে দল যেতে পারেনা এত খারাপ পথে । সবগুলো নয় , অন্তত দু-একটা ম্যাচ হারবার আমি মাঠকে দায়ী করতেই পারি, বলতেই পারি এটা একটা চক্রান্ত।
এমটিনিউজ২৪/এম.জে/এস