অ্যাড. সোহেল রানা: একবার একদল সিংহ শিকারে এসে একপাল ভেড়াকে আক্রমন করল। শিকার করে চল যাবার পর দেখা গেল একটি ছোট্ট সিংহ শাবক রয়ে গেল ভেড়ার পালের মধ্যে। কি আর করার! ভেড়ার পালের মধ্যেই মিলেমিশে বড় হতে থাকল।
বেশ কিছুদিন পর আবার সেই ভেড়ার পালকে সেই সিংহ দল আক্রমন করল। অবাক কান্ড ভেড়ার দল ভয়ে পালাতে শুরু করলে বাচ্চা সিংহ সাবকটিও পালাচ্ছে। এতে সিংহ দল খুবই অবাক হল। কি ব্যাপার আমাদের আক্রমনে ভেড়ার দল পালাবে কিন্তু সিংহ সাবক ভয়ে পালায় কেন?
সিংহ সর্দার সিংহ সাবককে বলল - কি ব্যাপার তুমি পালাচ্ছো কেন? তুমি তো ভেড়া নও, তুমি সিংহ। তুমি আমাদের সাথে আক্রমন কর। সিংহ সাবকটি বলল না, আমি ভেড়া, আমি সিংহ নই। এতে সিংহ রাজা যারপর নাই বিব্রত বোধ করল।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস