হে প্রিয় সাজনী
তুমি তবুও কী মুখে বলবে না
''আমি তোমাকে ভালোবাসি''
এটা হয়ত তোমার ভরসার আরেক নাম ছলনা!!
তুমি হয়তো জানো না
আমি নিশ্বাসকে বিশ্বাস করি।
আমি কারো গুপ্তভাষা বুঝি না
বুঝি আমি মুখ প্রকাশের ভাষা।
তুমি হয়তো জানো না
আমি সহজ-সরল কথা পছন্দ করি
এদিক-সেদিক বাঁকা কথা বুঝি না।
আমি 'Future' কে 'ফুটোওয়ারী' বলি
উচ্চারণে 'ফিউচার' বলতে পারি না।
তুমি হয়তো জানো না
আমি নিভু নিভু প্রদীপের আলোও উপভোগ করতে পারি
কারো দেওয়া ভালোবাসার প্রদীপ নিভিয়ে দিতে পারি না।
আমি কারো অসত্যের আলোয় ছলনার হাসি হাসতে পারি না।
আমার প্রদীপের নিচে ঘোর অন্ধকার থাকলেও
সেটা আমি কাউকে বলি না।
তুমি হয়তো জানো না
আমি শাহজাহান-মমতাজের প্রেম পছন্দ করি।
লাইলী-মঞ্জু, চন্ডিদাস-রজকিনীর প্রেমে বিশ্বাসী,
তবে মিথ্যা মায়া, ছলনার প্রেম বিশ্বাস করি না।
তুমি হয়তো জানো না
প্রেম নিবেদনের আগে বৃষ্টির জলে ভিজা উচিত না।
বৃষ্টির জলে ভিজতে হয় প্রেম নিবেদনের পর
তাহলে প্রেম উপভোগটা খুব ভালো হয়।
তুমি হয়তো জানো না
ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা
আর ভুল হলে শুধরে দেয়াটা হলো 'ভালোবাসা'।
আমার ভুলগুলো তুমি এখনও শুধরে দিলে না
কী ছিল আমার ভুল-কেন শুধু শুধু করলে শুত্রুতা!
তুমি হয়তো জানো না
কাউকে নিষ্ঠুর-পাষাণ ঠিক তখনই বলা যায়।
যখন কারো দেয়া আঘাতে ক্ষত-বিক্ষত হতে হয়,
তার আগে এমনটা বলা বড্ড বড় বেআইনি।
তুমি হয়তো জানো না
একচেটিয়াভাবে তুমি শুধু আমার প্রেম।
তাই তো আমার কানে লেগে থাকা
তোমার সুরগুলো ধুয়ে নিতে চায় যে বৃষ্টি
সে বৃষ্টিকে আমি প্রেমান্ধ বলে ডাকি।
তুমি হয়তো জানো না
আমি তোমাকে এখনও বড্ড ভালোবাসি,
রোজ রাতে তোমার ছবিগুলো দেখে দেখে ঘুমাই।
রাস্তা-ঘাটে, গাড়ীতে যখন আমি থাকি,
মানিব্যাগ থেকে তোমার ছবিখানা বের করে আমি দেখি।
অবশেষে তোমায় বলি,
ভুলে গেছি তোমার দেয়া আঘাতগুলো
ভুলে গেছি অতীতের ভুলভ্রান্তিগুলো।
ছড়িয়ে দিয়েছি ভালোবাসা রাতের মতো গাঢ়
ইচ্ছে হলে তুমি আমায় সত্যিকারে ভালোবাসতে পারো!
কবি- আল আমিন শিবলী ,ঢাকা কলেজ, ঢাকা।