এক জোড়া শীতল চোখ
আহ! কী শান্ত...
গভীর মায়াময় নিষ্পাপ চাহনি।
প্রজাপতি উড়ে তোমার
টোল পড়া ঐ গালে।
ছোট্ট সরু ঠোঁটে...
মুক্তামাখা হাসি নিয়ে
লুকাও তুমি সিধুর কোণে!
হালকা কালো ভ্রুতে..
কাজল মাখা আঁখিতে
উঁকি মারও আমাকে!
কবি: আল-আমিন শিবলী, ঢাকা কলেজ, ঢাকা।
এমটি নিউজ/এপি/এজে