এ জগৎ সংসার বড়ই বৈচিত্র্যময়,
বোঝা বড়ই কঠিন কখন কি চায়।
কখনও সুখের পাল তোলে,
কখনও দুঃখের সাগরে ডুবিয়ে দেয়।
যে জগৎ সংসারের টানে কখন ও স্বপ্ন দেখা,
সে জগৎ সংসারের জন্য অাবার নিশ্ব হওয়া!
এ জগৎ সংসার মিথ্যে চক্র মায়া,
এ জগৎ সংসার রাক্ষসী ললনা!
যা শুধুই কেড়ে নেয় কিছুই দেয়না,
অামার কাছে তুচ্ছ ছাড়া এ জগৎ সংসার কিছুই না।
অামি ছেড়ে যেতে চাই এ জগৎ সংসার,
ছেড়ে নাহি পারি যেতে এমনই মায়ার বাধন,
অামি বুঝিনা কি এ জগৎ সংসার।
কবি- নাহিদা ইউসুফ, ভোলা সরকারি কলেজ, ভোলা।
এমটি নিউজ/ আ শি/এএস