কবি: জাকারিয়া আহমেদ
আমি এমন এক নায়ের মাঝি...
যেই নৌকা জীবন নদীতে দিচ্ছে পাড়ি।
পরম সুখে ছুটছে সে যে
জীবন নদীর উপর দিয়ে।
দেখলে তাকে হবে মনে
অনেক আনন্দ তার মাঝে।
ভালো করে জানে সে যে
নদীতে ঢেউ উঠিতে পারে।
ঢেউ এর সাথে লড়াই করতে
সব সময় সে প্রস্তুত তাকে।
হঠাৎ করে আসিলো ঝড়
নদীতে উঠিল ঢেউ।
ঢেউ এর সাথে লড়াই করে,
জিতলো সে অনেক কষ্টে।
মুখে নিয়ে হাসি
আবার দিলো জীবন নদীতে পাড়ি।
এমটি নিউজ/ আ শি