--------এম.জে.আবেদীন
তোমরাই হিরো তোমরাই পারো তোমরাও সময়ের বীর।
তোমরাই পারো দেশের তরে, সদা সইতে সকল তীর।
কতো কষ্ট সইছো তোমরা; আরো কষ্ট,থাকিতে যে ধীর।
তোমরাই হিরো তোমরাই পারো তোমরাও সময়ের বীর।
জানতে কী চেয়েছে কেউ, কী খেয়েছো তুমি আজ?
খাওয়া-দাওয়া, সে তো জীবন চলা, বুঝো শুধুই কাজ।
বলছো আরো, করবো কাজ আরো, নত হবেনা শীড়।
তোমরাই হিরো তোমরাই পারো তোমরাও সময়ের বীর।
মায়ের কথ্য, বাবার পথ্য, ভাই-বোনের সাধ পূরণ।
বউ সন্তানের পোষণে তুমি, আত্মীয়তারও গুণন।
এতো কিছু করছো তোমরা, থাকছো ধীর স্থির।
তোমরাই হিরো তোমরাই পারো তোমরাও সময়ের বীর।
পরের দেশে নিজের কাজে, মগ্ন হে প্রিয় প্রবাসী।
বলছি তোমার কষ্টের কথা, তোমায় ভালোবাসি।
তবুও তুমি করছো কষ্ট, দেখছো সকল তীর।
তোমরাই হিরো তোমরাই পারো তোমরাও সময়ের বীর।
কোটির ঘরে সংখ্যায় তোমরা, রয়েছে মন্ত্রক সেবায়।
কষ্ট লাগে যখন দেখি, অনেকেই অবহেলায়।
দেশের তরে তা মেনে নিচ্ছো, হে রেমিটেন্স বীর।
তোমরাই হিরো তোমরাই পারো তোমরাও সময়ের বীর।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস