স্বাধীনতার প্রতীক তুমি, তুমি অহংকার।
তোমার জন্য গর্ব করি সোনার বাংলার।
স্বাধীন বাংলার জনক তুমি, তুমি বাংলার প্রাণ।
তোমার জন্য অক্ষত রয়েছে বাংলাদেশের মান।
তুমি দুঃখীদের দুঃখে ব্যথিত হতে, দুঃখিদের সুখে হাসতে।
তুমি দুঃখীদের তরে জীবন দিয়ে সুখী করতে চাইতে।
নষ্টের হাতে ছিল যখন সোনার বাংলা।
এনেছো তুমি যুদ্ধ করে স্বাধীন বাংলা।
বাংলার জাতি ছিল যখন প্রবঞ্চন
দেখিয়েছো তুমি পথের দিশা,
দিয়েছ আলোর সন্ধান।
তোমার তরে হাজারো সালাম, হাজারো রয়েছে প্রণাম।
তুমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কবি-নাহিদা ইউছুফ, ভোলা সরকারি কলেজ, ভোলা।
এমটি নিউজ/আ শি/এএস