স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ভারতের ইতিহাস একদম বাজে। তবে অতিতের সব স্মৃতি মুছে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে যায় বিরাট কোহলি বাহিনী। বরাবরের মতো এবারও শুরুটা ভালো হয়নি। কেপটাউনে প্রথম টেস্টে ৭২ রানে হেরেছে ভারত। অন্যদিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলি দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। কোহলির এই ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারেন নি ষাটোর্ধ্ব এক ভারতীয় বৃদ্ধ। শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত সেই বৃদ্ধ গতকাল (৯ জানুয়ারি) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রথম ইনিংসে ৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। কিন্তু প্রথম ইনিংসে কোহলির আউট হবার ধরণ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। (৫ জানুয়ারি) মাত্র ৫ রান করে মরনে মরকেলের অফ স্ট্যাম্পের বাইরের একটি বল মারতে গিয়ে উইকেটের পিছনে ডি ককের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফিরেন কোহলি। অধিনায়কের এমন আউট হওয়া মেনে নিতে পারেন নি মধ্য প্রদেশের রতলমের আমবেদকার নগরের ষাটোর্ধ্ব বাবুলাল বারিয়া। পরিবারের লোকজনের কাছে মৃত্যুর ঘোষণা দিয়ে এরপর নিজের মাথায় ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই বৃদ্ধ।
পরিবারের লোকজন বুঝতে পেরে সাথে সাথে হাসপাতালে ভর্তি করান। কিন্তু আগুনে পুড়ে মারাত্মক আহত বাবুলাল বারিয়া ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবুলাল বারিয়া অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা ছিলেন।
এদিকে বাবুলাল খেলা দেখার সময় মাতাল ছিলেন বলে ধারণা করছে পুলিশ। তদন্তের দায়িত্বে থাকা পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর রাম সিংয়ের মতে, ‘সম্প্রতি রেলওয়ে থেকে অবসর নিয়েছেন বারিয়া। তিনি সম্ভবত মাতাল ছিলেন এবং ম্যাচ দেখার সময় কোহলির আউট মানতে না পেরে নিজেকে উৎসর্গ করেছেন। মৃত্যুর ঘোষণা দিয়ে বাবুলাল বলেছিলেন, তিনি কোহলির উইকেট নিয়ে হতাশ। তার পরিবার বলেছে, তিনি একজন ক্রিকেট ভক্ত।’
এমটি নিউজ/আ শি/এএস