তুমি মোর যাতনা, তুমি বেদনা, তুমি চিরচেনা-
অনন্ত তুমি দূরন্ত ছুটে পরিশোধহীনা ধার দেনা।
কভু তুমি, কভু আমি করিছি সুখী হওয়ার প্রত্যাশা,
বিচ্ছেদের চাদরে পরম আদরে গড় তুমি ভালোবাসা।
আজি তোমা বিহনে, থাকি বল কেমনে এই বসুধায়,
যত জ্বালাও তবু নাহি পালাও,তুমিহীনা বাঁচা দায়।
যতই হোক বিবাদ,তা হল বটে সোনার আবাদ কায়মনে,
অনুর্বর জমিতে ফলিত সোনা নিদ্রা-জাগরণে।
একটু স্পন্দনে জ্বালাতনের প্রতিক্ষনে সমেত প্রাণদান,
বেঁচে থেকেও জ্বালাতনে জ্বলে সম্প্রদানকৃত জান।
তবুও আসো, বিরহিনীর রাগে প্রনয়ো অসার ধরায়,
টুঁ বলবনা স্বীয়জান যদি সুঁ দিয়ে উড়ে যায়।
কবিতার পঙক্তি মালায় যা লেখা তোমা হতে শেখা,
বাস্তবে না পারো,স্বপনে হাতখানি ধর দেখাও অদেখা।
সর্বসমাপ্তিজ্ঞাপনে যা বলি জপনে তুমি মোর প্রেম,
আসন্ন কালে যাতনার জালে তুমি রাধা আমি শ্যাম।
কবি- মেহেদী হাসান কৌশিক
এমটি নিউজ/আ শি/এএস