ঢাকা: বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক সাখাওয়াত হোসেন সুজনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘তূর্য। বইটি প্রকাশ করেছে ‘পূর্বা’ প্রকাশনী। বইটি মেলার প্রথম দিন থেকেই পূর্বা প্রকাশনীর ১১৮ নম্বর স্টলে ও লিটল ম্যাগ চত্বরের ৭৯ নম্বর স্টল রোদ্দুরে পাওয়া যাচ্ছে। একই স্টলে পাওয়া যাবে লেখকের প্রথম গল্পগ্রন্থ 'যদি কখনো ভালোবাসো'।
পাঠকরা দু'এক দিনের মধ্যে রকমারিতেও অর্ডার করতে পারবেন এই ঠিকানায় : https://www.rokomari.com/book/publisher/495/
বইটির প্রকাশক বাদল সাহা শোভন বলেন, লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থটি প্রথমটির মত ছোট গল্পের নয়। এটি বড় গল্পের বই। কোনো কোনো গল্পকে উপন্যাসিকাও বলা যেতে পারে। আশা করছি গল্পগুলো পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
দ্বিতীয় গল্পগ্রন্থ ‘তূর্য’ প্রসঙ্গে লেখক সাখাওয়াত হোসেন সুজন বলেন, প্রথম বই প্রকাশের পর বেশ কিছু পাঠকের হৃদ্যতা আমাকে মুগ্ধ করেছে। হাজারো লেখকের ভিড়ে আমার মত নগণ্যের জন্য মানুষের একটু সাড়াই অনেক বড় প্রাপ্তি। বড় কিছুর প্রত্যাশা নেই। সমসাময়িক কারও প্রতিযোগী হওয়ার যোগ্যতাও নেই। পাঠকের হৃদয়ে যেন একটু ঠাঁই মেলে এই প্রত্যাশা।
এমটি নিউজ/আ শি/এএস