পাঠকই লেখক ডেস্ক : চট্টগ্রাম টেস্টে টাইগার একাদশে জায়গা পেয়েছিলেন তরুন স্পিনার সানজামুল ইসলাম। কিন্তু সেই টেস্টে দলের প্রয়োজনে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তিনি।
ফলে ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়তে হয় তাকে। যেকারণে তার পরিবর্তে একাদশে সুযোগ পান আরেক স্পিনার আব্দুর রাজ্জাক। অন্যদিকে চট্টগ্রাম টেস্টে সাইড বেঞ্চে বসে থাকার পর ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়েন পেসার রুবেল হোসেন।
তার পরিবর্তে জায়গা দেয়া হয় হার্ড হিটার সাব্বির রহমানকে। এদিকে সুযোগ পেয়ে সেটাকে খুব ভালো মতোই লুফে নিয়েছেন রাজ্জাক। এদিকে চট্টগ্রাম টেস্টের দল থেকে বাদ পড়ার পর স্পিনার সানজামুল ইসলাম ঢাকায় এসেই সোজা যোগ দিয়েছেন তার ক্লাব আবাহনীর সঙ্গে।
চলমান ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে আবাহনীর একাদশেও ছিলেন তিনি। টেস্টে পারফর্ম করতে ব্যর্থ হলেও আবাহনীর জার্সিতে প্রথম ম্যাচে নেমেই বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ৩ উইকেট।
অবদান রেখেছেন দলের জয়ে। তবে দ্বিতীয় টেস্টে টাইগার স্কোয়াডে থাকলেও ব্যাটসম্যান মোসাদ্দেককেও শুক্রবার দেখা গিয়েছে আবাহনীর জার্সিতে প্রিমিয়ার লীগ খেলতে। সাধারণত জাতীয় দলের স্কোয়াডে থাকা অবস্থায় কোন ক্রিকেটারই এভাবে ক্লাবের হয়ে খেলার সুযোগ নেই।
দল থেকে বাদ পড়ে সানজামুল সোজা চলে গিয়েছেন নিজ ক্লাবের হয়ে খেলতে। আর মোসাদ্দেক স্কোয়াডে থেকেও খেলছেন প্রিমিয়ার লীগ। তাহলে কি দেশের চেয়ে ক্লাব বড় হয়ে গেল? এমন প্রশ্ন উঠতেই পারে ক্রিকেট ভক্তদের মনে, দেশ বড় না ক্লাব বড়?। নাকি বিসিবিই চেয়েছে তারা ক্লাবের হয়ে খেলুক?
ঢাকা টেস্টে বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তানবীর হায়দার, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক।
(পাঠক কলাম বিভাগে প্রকাশিত মতামত একান্তই পাঠকের, তার জন্য কৃর্তপক্ষ দায়ী নয়)
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস