একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে এম আরমান উজ জোহা এবং নিজাম সরকারের যৌথ সম্পাদনায় 'অব্যক্ত আর্তনাদ' এর দ্বিতীয় খণ্ড এবং 'অব্যক্ত আর্তনাদের সাতকাহন'। তবে বিশেষ কাব্যগ্রস্থ 'অব্যক্ত আর্তনাদের সাতকাহন'-এ প্রতিযোগিতা লড়াইয়ে সাংবাদিক আল-আমিন শিবলীর নিজের মাকে নিয়ে লেখা 'ছন্দের মা' কবিতাটি প্রকাশিত হয়েছে। অব্যক্ত আর্তনাদের সাতকাহন এই কাব্যগ্রস্থতে আরও আছে উদীয়মান কবিদের লেখা দারুণ দারুণ ৬৬ টি কবিতা।
মেলায় 'অব্যক্ত আর্তনাদ' এর দ্বিতীয় খণ্ড এবং 'অব্যক্ত আর্তনাদের সাতকাহন' বই দু'টি পাওয়া যাবে বিভাস প্রকাশনীর স্টলে। স্টল নাম্বার ৪৮৩-৮৪।
RadioBangladesh24.Com এর আয়োজন এবং রাফাত, শিহাব, ফয়সাল, রিয়াদ ও ফারিয়ার বিশেষ সহযোগীতায় অব্যক্ত আর্তনাদের সাতকাহন প্রকাশনাধীন কবিতার বইটি। যাহা বাংলাদেশ ফেসবুক রাইটারদের নিয়ে প্রতিযোগিতামূলক, শতাধিক তরুণ-তরুণী লেখকদের কয়েক শতাধিক কবিতা ভালোভাবে দেখে-শুনে যাচাই-বাছাই করে মাত্র ৬৬ টি কবিতা ’অব্যক্ত আর্তনাদের সাতকাহন’-এ স্থান দেওয়া হয়েছে।
বইটির পক্ষ থেকে বইটির সম্পাদক এম আরমান উজ জোহা, বই এবং তরুণ লেখকদের উদ্দেশে বলেন,''আমার তেমন কিছু বলার নেই। আমি আমার একক প্রচেষ্টায় যতটুকু পেরেছি গত তিন বছর যাবত তরুণ লেখকদের জন্য তাই করে গেছি। আমার ধারনা এই কাজটি করা উচিত প্রকাশকদের। সম্মিলিত ভাবে তারা কি পারে না বছরে অন্তত একটা প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশ থেকে নবীন রাইটার কালেক্ট করে তাদেরকে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য তাদের খরচে অন্তত একটা বই ছেপে দিতে?''
'ছন্দের মা' কবিতার কবি আল-আমিন শিবলী বলেন, ''আমার বেশ কিছু কবিতা পূর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে হাজারও কবিদের ভিড়ে আমার মতো একজন সামান্য মেধাবী মানুষের একটি কবিতা RadioBangladesh24.Com এর দারুণ এই আয়োজনের মধ্যে দিয়ে এই প্রথমবার বইমেলায় প্রকাশিত হওয়া আমি খুবই আনন্দিত। এমন একটি দারুণ আয়োজনের জন্য জ্ঞানী এম আরমান উজ জোহা এবং নিজাম সরকার ভাইর প্রতি কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ RadioBangladesh24.Com পরিবারকে।''
উল্লেখ, আল-আমিন শিবলী বর্তমানে ঢাকা কলেজে অনার্স চতুর্থ বষে পড়াশোনা করেছেন দর্শন নিয়ে। ২০১৩-১৪ সেশনে তিনি ঢাকা কলেজে অনার্সে ভর্তি হওয়ার পরপরই সাংবাদিকতার পেশা জড়িয়ে পড়েন। সংগ্রামী এই পেশার পাশাপাশি তিনি মাঝে মাঝে কবিতা লিখতে ভালোবাসেন। তার লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত কবিতাগুলো হচ্ছে- মাগো তোমার চরণে/ মাকে মনে পড়ে/ ভালবাসি মাকে/ মাকে চাই/ ছন্দের মা/মায়াবী চোখ/ কী শান্ত/ মাশরাফি/ আমার প্রতীক্ষা/ আমি নষ্ট/ রোহিঙ্গাদের হাহাকার/ তুমি হয়তো জানো না/এক পলক তাকাও/ গোপন প্রেম/ সুরবালার ক্ষুধার রাত/ যদি তোর প্রেমে পড়ি/ বাঁচতে ইচ্ছে করে/ যদি তুমি রাগিয়ে দেও/ অপেক্ষার দিন শেষ/ যেদিন তুই চলে যাইবি/ হে প্রিয় সাজনী/ এ কেমন মানবতা/ তুমি মালিনী নাকি কালিনী ইত্যাদি।
এমটি নিউজ/এমজে/এস