কবি-বকুল মাস্টার
কবিতা ব্যর্থ হলে---
উগ্র জঙ্গিবাদ মেতে উঠবে নব উন্মাদনায়---
বিজাতীয় সংস্কৃতি এসে গ্রাস করবে
আমার আপন ঐতিহ্য---
কবিরকাব্য প্রকাশিত হবেনা কোনদিনও।
যদি কবিতা ব্যর্থ হয়---
নীরব-নিথর-নিস্তব্দ হবে পৃথিবী---
থেমে যাবে সব কোলাহল।
সুন্দর ভেবে-সুন্দরের পূজারী ছুটবে---
অ-সুন্দরের পিছু।
অ-সুন্দর মাথা উচু করে দাঁড়িয়ে---
আপন প্রশংসায় হবে পঞ্চমুখ।
কবিতা ব্যর্থ হলে-----
বেড়ে যাবে সামাজিক অবক্ষয়---
রানাপ্লাজার মতো ধ্বসে যাবে
গর্বের তারুণ্য।
তরুণ-যুবা নেশাগ্রস্ত হয়ে কাটাবে রাত----
সুযোগ বুঝে অসভ্যের দল----
চুরি করে নেবে সভ্যতার সকল নিদর্শন।
কবিতা ব্যর্থ হলে---
মুছে যাবে আমার বর্নাঢ্য অতীত ইতিহাস----
আগামী হবে ঝঞ্ঝাটময় গভীর অন্ধকার ।
সুন্দর অতীতের মৃত্যু নেই----
মৃত্যু নেই কবিতার।
কবিতা ব্যর্থ হবেনা--
কবিতা স্বার্থক কবিতা অনির্বাণ
কবি-মহা কবি ছেড়ে যাবে পার্থিব-
কবিতা অমর-অক্ষয়-কবিতা চিরঞ্জীব।
এমটি নিউজ/আ শি/এএস