মিথ্যার বেসাতি পাড়ায় সবই আজ অন্ধকার,
তোমার ছলনায় নষ্ট করেছি আমার সাদা থান।
সবই যখন তোমার ছলনার ধরায়, জ্ঞানের সাড়া,
তাই এখন বোধহীন হয়ে পরে থাকি বিছানায়।
মাঝে মাঝে হাসি, হাসিতে হাসিতে আবার কান্না ঝরে অঝোরে।
আকাশ পানে চেয়ে থাকি, একা একা ভাবি;
সত্যি কী তুমি আমায় ভালোবেসে ছিলে?
নাকি এসেছিলে দুলালী দেহের সৌরভ নিতে?
তোমার সেই মিথ্যা প্রেমের নষ্টামিতে ডুবে,
আমি এখন আর দেখতে পারি না
মুক্তাঝরা ঐ সিধুর হাসিখানাও।
বিশ্বাস করতেও কষ্ট হয় কোনো মানুষীকে।
জবাব দাও ছলনাময়ী হে নারী?
কেনো বা এসেছিলে তুমি আমার তরে?
আবার কেনো বা চলে গেলে দূর বহুদূরে?
জানো হে প্রেয়সী---?
তোমার স্বার্থের জন্য যেদিন আমাকে ছেড়ে
তুমি চলে গেলে অন্যের হাত ধরে,
সেদিন থেকেই নষ্ট মাতাল আমি।
সারাক্ষণ শুধু সিগারেটের ধোয়ার সঙ্গে উড়ি আমি।
নিশাগমে সূর্যটা ডুবে গেলেই লাল পানিতে যাই মিশে,
তবুও নেই শেষ আমার নষ্টামির কোনো অংশ বিশেষে।
যেদিন তুমি আমাকে বুকভরা ব্যাথা দিয়ে চলে গেলে সেদিন থেকে
প্রেম শহরটাকে আবার নতুন করে সাজিয়েছি মাতলামি দিয়ে।
ভোরের ঠাণ্ডা হাওয়া, দুপুরের পোড়া রোদ্র,
শেষ বিকালের গোধুলির ছায়া আর গায়ে মাখি না আমি।
রাতের আয়ূ খেয়ে জেগে থাকি...
তোমার মুখপদ্ম থেকে সংগ্রহী সেই মিথ্যা আশ্বাসগুলো স্বরণ করে।
রাত জেগে কবিতা আর গল্প লেখি না আমি
উত্তাল করা তোমার ঐ সকাল মাতলামি নিয়ে।
সুখে থেকো হে প্রেয়সী...
তবে যদি কেউ কোনদিন তোমার কাছে জানতে চায়...
তাঁকে উত্তর দিও, কেন নষ্ট মাতাল আমি?
কবি: আল-আমিন শিবলী, ঢাকা কলেজ, ঢাকা।
এমটি নিউজ/এ জে/এম আই