কবি-মেহেদী হাসান কৌশিক
তুমি আসছো বাংলার প্রতিটি প্রাঙ্গনে,
আছো প্রতিটি অানন্দ বেদনার অঙ্গনে।
তুমি প্রকৃতির গুলশান নিবরতা,
দামাল বালকের প্রাণবন্ত উচ্ছলতা।
তুমি ক্রিকেট বাংলার লড়াকু টাইগারের জয়,
সাহসী সেনার দূরন্ত ছুটেচলা অকুতোভয়।
তুমি কাঁদো বাংলায় এলে দূর্যোগ,
১৬ কোটি বাঙ্গালীর আত্মার সংযোগ।
তুমি সহস্রাব্দ বছরের বাংলার চেনা মুখ,
নবান্নের ফসল সমেত মুখের কুষাণের সুখ।
তুমি মিশে আছো প্রতি উর্বর ধুলিকনায়,
তুমিই আমি, কারণ আমি মানিনা কোন অন্যায়।