-------বকুল মাস্টার
"অলস মস্তিস্কে নাকি শয়তানের আড্ডা'
আমি প্রতিনিয়ত যুদ্ধ করি তার বিরুদ্ধে।
সে কেড়ে নিতে চায় আমার মনন,আমার মানসিকতা,
আমার সুন্দর ভাবনা গুলো।
কর্মহীন আমাকে অপকর্মের দিকে
ডাকে প্রতিদিন,প্রতিক্ষণ.
আমি আমাকে রক্ষার জন্য সংগ্রাম করি নিত্য।
কি আশ্চর্য! আমি যখন রণক্লান্ত---
আমার মস্তিস্কে বসবাসকারী "অপকর্মের হোতা'----
নৈতিকতা ক্রয়ের লোভাতুর প্রস্তাব--
দিতে থাকে অনায়াসে---
আমি আমার মতো হাজারো যুবকের
করুণ পরিনতির কথা ভেবে দাঁত কামড়ে সংবোরন করি লোভ
আর লালসার মানসিকতা।
হে নীতি নির্ধারকগন---
আমাকে একটি কাজ দিন--
বিশ্বাস করুন----
এই হাতেই হতে পারে সভ্যতার বিনির্মাণ।