--- --বকুল মাস্টার
মৃত্তিকায় রাসায়নিকের তীব্র প্রভাব
বাতাসে কার্বনডাই অক্সাইড--
পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক-
দেহে শ্বাসকষ্ট.-
সমাজ ব্যবস্থা আক্রান্ত
মৃগি আর দূরারোগ্য ক্যান্সারে----
গৌরবের তারুণ্য আজ নেশাগ্রস্থ -
যুবক উন্মুক্ত পার্কে ভাসমান পতিতার খদ্দের।
তাহলে আমরা যাচ্ছি কোথায়?
বুদ্ধিদীপ্ত পৌঢ় বৃদ্ধাশ্রমের মিছিলে---
আধুনিকতার নামে খোলামেলা আজ ফ্যাশনে পরিনত---
মেরুদন্ডে ক্ষয়- আমার মৌলিক অধিকার
শিক্ষা আজ- পরিনত পণ্যে----
ঔরসজাত নেশাখোর সন্তান মা-বাবাকে
খুন করে আদিম বর্বরতায়--
আমরা যাচ্ছি কি জাহেলিয়ায়?