শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ১০:০৯:৪০

৪ মিনিট নষ্ট করুন প্লিজ, যারা এখনো পড়াশুনা করছেন তাদের জন্য

৪ মিনিট নষ্ট করুন প্লিজ, যারা এখনো পড়াশুনা করছেন তাদের জন্য

৪ মিনিট নষ্ট করুন প্লিজ।
যারা এখনো পড়াশুনা করছেন তাদের জন্য।
পড়াশুনা শেষ করে কি করবেন? করপোরেট জব? শার্ট, প্যান্ট, কমপ্লিট ড্রেস, গলায় টাই পরে করপোরেট গোলামি? মাসিক ফিক্সড স্যালারির বিনিময়ে বসের হাতে ঝাড়ি, ব্যক্তিগত জীবনকে জলাঞ্জলী!!

এবার থামেন! হাতে অনেক সময়, অনেক সুযোগ।
কিভাবে কাজে লাগাবেন?
আমি সব জায়গাতেই একটা ছোট্ট আইডিয়া দেই, নিজেই উদ্যোক্তা হোন।
কেমনে। আমার তো টাকা নাই, বাবা চাচা ব্যবসায়ীও নয়।

বলা সহজ করা কঠিন। নিজেই তো জব করতেছেন আর আমাদের বিজনেসের কথা বলতেছেন, মতলব ভালোনা।

আরে ভাই, আমারে সবাই শিখাইছে জব করলেই ভাল কিছু হবে, ব্যবসা বলে কিছু নাই। আপনারা এই ভুল কইরেন না।

এখন থেকেই শুরু করুন, যখন স্টাডি শেষ হবে তখন আপনার একটা ফিক্সড ইনকাম প্রয়োজন হবে, রিকোয়্যারমেন্টস বাড়বে। তখন চাইলেও আর নিজে কিছু করার অবস্থা থাকবে না।

আর এখন? ২/৩ বছর বেকার দিতে পারবেন।
২/৩ বন্ধু মিলে ঢাকায় অনেক মেলা হয়, যান না কোন মেলায় ১০/১৫ হাজার টাকা বিনিয়োগ করে ছোট ষ্টল নিতে, হতে পারে কার্ড বিক্রির ষ্টল, হতে পারে ফুচকার দোকান ইত্যাদি।

২/৩ দিনের মেলায় হয়তো আপনাদের ২/১ হাজার টাকা লস হতে পারে আবার লাভও হতে পারে। ধরে নিন লস হবে, ৩ জন মিলে ২০০০ টাকা লস, একেকজনের ৬৬৬ টাকা করে।

এর মাধ্যমে কি শিখবেন?
সাপ্লাই চেইন/প্রকিউরমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, সেলস, মার্কেটিং, ডিষ্ট্রিবিউশন, ষ্টল ডেকোরেশন, রিস্ক নেয়ার মত অভিজ্ঞতা পরিশেষে কি কারণে লস হয় সেটার এনালাইসিস আর কি করলে লস হতোনা।

স্টুডেন্টরা অনেক সময় হাতে পায়, ক্লাশ শেষ করেও।
বাকি সময়টা ফেসবুক, ইউটিউব খেয়ে ফেলে।
এর মধ্যে থেকে কিছুটা সময় বের করুন।

ইন্টারনেটে প্রবেশ করেন, সেখানে একটু সার্চ দিয়ে সফলদের জীবনী পড়ুন, বেষ্ট ১০ টা অটোমোবাইল কোম্পানি, বেষ্ট ১০ আইটি, বেষ্ট ১০ রিটেইল বিজনেস সার্চ দিন। তাদের প্রোডাক্ট নিয়ে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, দেখুন আপনার নলেজ ১ মাসে কতটা বেড়ে যায়।

প্রতি সপ্তাহে ঢাকায় প্রচুর প্রবেশ ফ্রি ফেয়ার হয়, ফ্রি ট্রেনিং হয়।
সুযোগ পেলেই সেখানে ঢু মারুন, ঘুরুন।
ঘুরলে লস নাই, যা দেখবেন সেখান থেকেই কিছু না কিছু শিখবেন।
সেমিনারে যান, সিনেমা দেখুন, ঢাকা শহরের সব জায়গায় পা দিন।
দেখুন, শিখুন, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন।

---হাসিবুল হাসান মিথুন
বিবিএ ২য় ব্যাচ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়
ডেপুটি ম্যানেজার
এইচ আর এন্ড এডমিন
রংধনু গ্রুপ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে