-------বকুল মাস্টার
নিজ স্বার্থ চরিতার্থের জন্য
অন্যের করেছো ক্ষতি
জেনে রেখো ধ্বংসই তোমার
অনিবার্য পরিনতি।
কায়দায় ফেলে ফায়দা লুটে
হতে চাইলে সুখী
এই জীবনে আসবে নেমে
বিপদ বহুমুখী।
হিংসায় তুমি ঢিল ছুড়োনা
অন্য কারো ঘরে
তোমার ঘরটি ধ্বংস হবে
আকাশ বজ্রপড়ে।
অন্যের দুঃখে হাসলে তুমি
সাথী হবে কান্না
থাকনা তোমার পাহাড়সম
হীরা চূন্নী পান্না।