কবি-মেহেদী হাসান কৌশিক
আবহকাল এই সবুজ শ্যামল মাঠের
পাশ কেটে বইছে কি হৃদহারী মলয়,
মরিচফুল আকস্মিকতা মাটিতে লুটায়
কোন এক ধমকা হাওয়ায়
এই বাংলায়।
যুবসূর্যের একপাশ কাটিয়ে কালো মেঘের
মালভূমির ন্যায় কালবৈশাখের আয়োজনে,
হঠাৎ পশ্চিমা হাওয়ায় সুশীতল বসুধার
প্রাণসম মিনতিতে চৌচির ভূমির বুকে ক্রন্দনে
তৃপ্ত এই বাংলা।
শিশু আম্রগুলো নমনীয় বৃন্তচ্যুত হয়ে মাটিতে
কি নেশায় লুটায় সে শুধু ঐ আম্রকাননই জানে,
কিয়ৎক্ষনে দুরন্ত কিশোর কিশোরীর প্রতিযোগিতায়
মুখরিত বাগে যেন আশার পাবন জাগে
এই বাংলায়।
শাশ্বত এই বাংলার পল্লীর বৈশাখে কত রূপ যে
দেখেছি মনঃসংযোগে অলৌলিকতা ছেটে,
বিজলী দারুণ ছটায় মনে হয় যেন বর লুটায়
মুক্ত মাঠের কোন পবিত্রীকরণ পন্থায়
এই বাংলায়।
এমটি নিউজ/আ শি/এপি