হাবিবুর রহমান ইরান: এতটা কুরুচি মতলবের কি করে হয় তরুণরা? আসছে ফুটবল বিশ্বকাপ। এটাকে কেন্দ্র করে ফেসবুকে অশালীন ছবির ছড়াছড়ি। এক পক্ষ আরেক পক্ষের তারকাকে কি না বানাচ্ছে? ফটো এডিটে কখনো ভিক্ষুক, কখনো পোশাকহীন মহিলা বানিয়ে এক পক্ষ আরেক পক্ষকে গালি দিচ্ছে। কাউকে পোষাকহীন করে বাথরুমে বসিয়ে দিচ্ছে। কাউকে এক মহিলার সাথে এক রশিতে বেধে গাছের সাথে বেধে রাখা হয়েছে। তরুণরা যে হারে বাজে ভাষায় এক পক্ষ আরেক পক্ষকে গায়েল করছে তা সংবাদের ভাষায় আনার পুরোই অযোগ্য। ফুটবল তারকাদের ছবি যে অশালীন আকৃতিতে বানাচ্ছে তাও প্রচার অযৌগ্য। এ কি করছে অতি আগের ফুটবল পাগলরা? এখানে কোনো নিয়ন্ত্রণ আরোপ না করলে অনলাইন যগত আরও অশালীন হবে। এক পক্ষ আরেক পক্ষের সাথে আরও সহিংতায় জড়াবে। এরই মধ্যে এ নিয়ে বহু সংঘর্ষ, আহতের ঘটনা ঘটেছে। মারাও গেছে। আইসিসিটি আইনের আওতায় এনে অশালীন ছবি পোষ্টধারীদের ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি বলে মনে করি। এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর