শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১২:১৩:২৮

আসলেন দেখলেন জয় করলেন মাশরাফি

আসলেন দেখলেন জয় করলেন মাশরাফি

আরিফুর রাজু: ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে ক্রীড়া অনুরাগী সবাই হয়তো ভেবে বসেছিলেন এবার বিপিএলের সবচেয়ে দূর্বল দল মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনকি ফ্রাঞ্জাইজির মালিক নাফিসা কামালও টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন দলের খেলোয়াড়দের নিয়ে। দলটির ইচ্ছে ছিল ‘প্লেয়ার বাই চয়েজে’ সাকিবকে পাওয়া। কিন্তু তা না হয়ে তাদের ভাগ্যে পড়েছিল বাংলাদেশ টি-টোয়োন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএল তৃতীয় আসরের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচ দেখে সবাই ভেবেছিল মাশরাফি দলটি নিতান্তই প্রাণহীন। নিজেদের প্রথম ম্যাচে ২০ ওভার খেলে কুমিল্লার ব্যাটসম্যানরা তুলতে পেরেছিলেন মাত্র ১১০ রান। আর তাতেই ৮ টি উইকেট পড়েছিল কুমিল্লার। দলের এমন দুর্দিনে টপঅডার ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার পরিচয় দেয়। ইমরুল-লিটন থেকে শুরু করে দলের ৭ জন খেলোয়াড় দু’ঘরে ফিগারে পৌঁছাতে পারেনি। তবে ৮ নাম্বারে নেমে মাশরাফির দায়িত্বশীল ব্যাটিংয়ে মোটামুটি সম্মান জনক স্কোর দাঁড় করায় কুমিল্লা। ফলাফল স্বরুপ ঢাকা ডাইনামাইটস নিজেদের প্রথম ম্যাচে ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয়। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ আর কুমিল্লার দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ হয় বিধ্বংসী চট্টগ্রাম ভাইকিংস। শ্রীলঙ্কান মারকুটে ব্যাটসম্যান তিলেকরত্ন দিলশান আর বাংলাদেশি ডেসিং ব্যাটসম্যান তামিম ইকবালের চমক লাগনো সূচনায় সেদিন তারা কুমিল্লার বিপক্ষে ১৭৬ রানের ফাইটিং স্কোর দাঁড় করায়। গত ম্যাচের অর্থাৎ কুমিল্লার প্রথম ম্যাচ বিবেচনা করে মাঠের দর্শক থেকে শুরু করে ক্রীড়াবোদ্ধারা ভেবেই বসেছিল এই বুঝি নাফিসা কামালের কুমিল্লার তরী ডুবলো। কিন্তু না। তা না হয়ে বরং উত্তাল সমুদ্রে তরী চালিয়ে আবারো প্রমান দিলেন অধিনায়ক মাশরাফি কি জিনিস। জাবাব দিলেন কুমিল্লার মালিক পক্ষেরও। লিটন-ইমরুল ব্যর্থ হওয়ার পর পঞ্চম উইকেটে নেমে মাত্র ৩২ বলে ৫৬ রান তুলে নেন মাশরাফি। নিজেকে বিধ্বংসী প্রমান করার দিনে উইকেটও নিয়েছেন ১ টি। আর পিছনে তাকানো নয়। দ্বিতীয় ম্যাচ থেকে দুর্বার গতিতে ছুটে চলছে তাসকিন-মাশরাফির দল কুমিল্লা। নিজেদের তৃতীয় ম্যাচে এসে মাহমুদুল্লাহ-অভিজ্ঞ শাহরিয়ার নাফিসের দলকে লজ্জার সাগরে ভাসালো মাশরাফি বাহিনী। শ্রীলঙ্কান বোলার ও জায়েদীর নিয়ন্ত্রিত বোলিংয়ে বরিশালকে ৮ উইকেটে হারায় মাশরাফির দল। নিজেদের ইনিংসের আরো দু’ওভার বাকি থাকতেই জয় তুলে তারা। ওই দিন ম্যাচ সেরা হয়েছিল ৩ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়া কুলাসেকারা। এত সুন্দর জয়ের পর ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে মুখোমুখি হন অধিনায়ক মাশরাফি। সাংবাদিকরা তাকে প্রশ্ন ছুঁড়েছিলেন এত অল্প রানের জন্য কেন তার ব্যাটসম্যানরা অনেক ওভার খরচ করেছিল। জবাবে মাশরাফি বলোছিল, শুরু থেকেই ফর্মহীনতায় ভুগছে তার খেলোয়াড়। বিশেষ করে টপঅর্ডার ব্যাটসম্যানরা। তাই তারা চেয়েছিল একটু বেশি সময় কাটাতে। বরিশালের দেয়া টার্গেটে ১৫ ওভারের মধ্যে জিতলে আরো ভালো হতো বলে জানান অধিনায়ক মাশরাফি। বিপিএলের ১১তম ম্যাচ আর নিজেদের ৪র্থ ম্যাচেও নিজেদের সাফল্য অব্যহত রেখেছে কুমিল্লা। সাকিবহীন গতকালকের (শুক্রবার) ম্যাচে রংপুরকে চরম লজ্জায় ফেলে কুমিল্লার বোলাররা। এ দিনে আবারো জ্বলে উঠেন লঙ্কান বোলার কুলাসেকারা। তুলে নেন ৪ টি মূল্যবান উইকেট। এছাড়া আবু হায়দার, জায়েদী ও সুরেস নারাইনের বোলিং তোপে চাপে পড়ে মাত্র ৮২ রানে আটকা পড়ে রংপুর। যা টপকাতে মাশরাফি বাহিনীর পড়েছে মাত্র ১ টি উইকেট। প্রথম ম্যাচে ঝিমিয়ে পড়া মাশরাফিদের এমন অগ্রগতি দেখে যে কেউ এখন সাহস করে বলতে পারবে। এবারের বিপিএলের ট্রপি ছোঁয়ার প্রায় অর্ধেক কাজই করে ফেলেছেন মাশরাফির কুমিল্লা। যাই হোক এখন শুধু দেখার অপেক্ষা কোথায় গিয়ে কোথায় কোথায় ঠেকে জয়ের এমন অগ্রগতি। লেখক: সাংবাদিক ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে