তামিম জিতলে জিতে যায় তার মা/ সাকিব জিতলে জিতে যায় তার বউ/মুশি জিতলে জিতে যায় তার শ্বশুড়বাড়ি/ মাশরাফি জিতলে জিতে যায় ১৮ কোটি বাঙালি!
হ্যাঁ, গত বিপিএলের পঞ্চম আসরের মাশরাফির রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন আতিকুর রহমান আলামিন মৃর্ধা নামক এক ক্রিকেটপ্রেমী।
জয়নাল কাজী নামক আরেকজন লিখেছেন, ''মাশরাফিকে বলা হয় চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। আর সেই মাশরাফিই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগেই। আর মাশরাফি বাংলাদেশের টি-টোয়েন্টি দলে থাকলে বাংলাদেশ দল কত উন্নতি হতো সেটা আর বলার অপেক্ষা রাখে না''।
আবদুর রহমান নামক এক ব্যক্তি লিখেছেন,'' আমরা সবাই ম্যাশ ভক্ত, এই মাশরাফিই বাংলাদেশের অহংকার আমাদের গর্ব। ইমরান শেখ লিখেছেন, ''মাশরাফি শুধু জাতীয় দলের সেরা অধিনায়কই নয়, বিপিএলের ইতিহাসে একজন সেরা অধিনায়ক''।
প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। প্রকাশিত মতামতের সঙ্গে এমটি নিউজ-এর সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে এবং এর জন্য সম্পাদক দায়ী নয়।