নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের প্রতিক্রিয়া:
মোহাম্মদ শরিফুল ইসলাম নামের একজন লিখেছেন, "১৬ সদস্যের ভিতরে না থাকা খেলোয়ার কীভাবে হঠাৎ করে ৭২ রান করে। দল নির্বাচকের সমস্যা আছে। একে পরিবর্তন করতে হবে।"
মূলত ইমরুল কায়েসের অন্তর্ভূক্তির কথা বলেন এই পাঠক।
অন্যদিকে মোহাম্মদ এনামুল কায়েস সজীব মন্তব্য করেন, "বাংলাদেশের যে সকল মানুষ খেলা বুঝে তাদের মধ্যে অধিকাংশ মানুষই নির্বাচক। তাই নির্বাচকরা আজ টালমাটাল।"
"যদিও লিটন ফর্মে নেই তবুও লিটনকে দলে রাখা প্রয়োজন। আগামী ম্যাচে শান্তকে বাদ দিয়ে সৌম্যকে দলে নিলেই হবে। খেলায় হার জিত থাকবেই।" লিখেছেন কনক দাস।
লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে ৪১ রানের একটি ইনিংস খেলেছেন।
মোহাম্মদ রুহুল আমিন লিখেছেন, "উদ্ভট এক উটের পিঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন আর শান্ত বারবার ব্যর্থ হবার পরেও কেন এদেরকে দলে সুযোগ দেয়া হচ্ছে...!!! কেন ইমরুল কায়েসকে দলে আগে নেয়া হয়নি..!!! ছয় সাত নাম্বার ব্যাটিং পজিশনে তো নাসির হোসেনই বেস্ট ছিলো,তাকে কেন দলে বেড়ানো হয়নি..!! আমি বোর্ড সভাপতি ও নির্বাচকদের পদত্যাগ দাবি করছি।"