আজ কুয়াশার চাদরে আমি
পাঠকই লেখক ডেস্ক: ভাষার জ্ঞান আজ হারিয়ে ফেলেছি,লিখার মিলবিন্নাস আজ কেন জানি খুঁজে পাচ্ছিনা । হে পৃথিবীর মানুষ তোমরা কী জান হারানো হৃদয় আর কতবার হারানো যায় । আমি আজ আবেগের বানী কন্ঠের নিরাশার চাদরে বন্দী । প্রতিটি মানুষের জীবনেই আসে ভালবাসা, আর সেই ভালবাসার মুর্ছনা দিয়ে রঙ্গিন করে তুলতে জীবনটাকে । কিন্তু বিধাতার পৃথিবীতে ভাগ্যের নির্মম বাস্তবতায় কারো জীবন কালো আধারেই থেমে যায় । হয়ত কারো জীবন চিরদিনের জন্য থমকে যায় কুঁয়াশার চাদরে । আজ আমি সেই কুঁয়াশার চাদরেই দাঁড়িয়ে আছি । জানিনা কোন দিন হারিয়ে যাব গহীন অন্ধকারে ।
প্রিয়তমা আমি আজ জানিনা তোমাকে বুজাব কিভাবে এই হৃদয়ের ভাষা সেই ভাষাগত শক্তি যে আমি হারিয়ে ফেলেছি । হয়ত এ বেসুরো কন্ঠে, না বলা কথা গুলো আর বলা হবেনা । ভালবাসার হৃদয় কারাগারে এত রক্তক্ষরন হবে জানা ছিলনা । কষ্ট গুলোকে আজ কেন জানি খুব আপন বলে মনে হচ্ছে । রোজিনা কেন জানি আজ তোমাকে ভালবাসা নিয়ে প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে । হৃদয় আজ কেন জানি শুন্যের মাঝে ভাসমান । আজ নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে । কেন তোমাকে ভালবাসার মত ভালবাসতে পারিনাই । সেই অপরাধেই কী কয়েদী আমি? যদি জীবনে কোনদিন সময় হয় উত্তর দিয়ে বহুদুর চলে যেও । পিছন থেকে ডাকবনা আর কোনদিন । গহীন অন্ধকারেই না হয় কাটিয়ে দিব জীবনের চাওয়া পাওয়াগুলোকে ভুল ভেবে । সবাই তো আর ভালবাসার উত্তাল সাগরে মাঝি হতে পারেনা, আমি না হয় সেই পরাজিত মাঝিগুলোর মাঝেই একজন ।
প্রতিরাতের চোখের জলগুলো না হয় চোখেই শুকিয়ে যাবে,কেউ দেখবেনা এ নিশিতে । কালো আঁধার রাতের স্বপ্নের রাখাল-বাঁশির কথা না হয় স্বপ্নেই থেমে যাবে । চিরদিনের জন্য থেমে থাকবে স্মৃতির পাতার সেই রেল লাইনের স্মৃতি গুলো । জান আজও আমি সময় অসময়ে রেললাইনের উপর বসে থাকি । কেন বসে থাকি এ মন বুঝাতে পারবেনা কাউকে ।
জানি আমার জীবনের স্মৃতি গুলো নকশি কাঁথার মত জীবনের প্রতিটি পরতে পরতে সেলাই হয়ে থাকবে । আর সেই সেলাই কাঁথা গাঁয়ে দিয়ে যতদিন বাঁচার মত বাঁচতে পারি ততদিনই না হয় বেঁচে থাকব ।
আর বেশি কিছু লিখতে চাইনা লিখার শক্তি যে ফুরিয়ে আসছে । যাইহোক তুমি সুখে থেকো ভাল থেকো । এ জগত সংসারে তোমার সুখের স্বর্গ কামনা করে যাব চিরদিন…. কথা দিলাম ।
লেখক:
মো: সেলিম মিয়া
শরিয়তপুর সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
�