বিস্মৃত দিনের যাতনা
ব্যথার সাগরে অবগাহনে,
হৃদয় আজ রিক্ত !
আকাশের ঐ নীল রঙ মেখে,
বৃষ্টিতে হবো সিক্ত!!
আমায় ছেড়ে চলে গেছ দূরে,
আসবে কি ফিরে কন্যা?
আধপোঁড়া বুকে বয়ে যায় শুধু,
শ্রাবন মাসের বন্যা! !
ব্যথা গুলো সব ছিঁড়ে দিয়েছি,
কষ্ট দিয়েছি ফেলে !
তবুও এই মনটা ভাবে,
এই বুঝি তুমি এলে!!
বিস্মৃতদিন চলে গেছে দূরে,
রেখে গেছে যাতনা!
হলেও হতে পারে,
এসবকিছুই রটনা!!
কবি:সুদীপ বিশ্বাস
১২ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
�