সোমবার, ০৪ মার্চ, ২০১৯, ০১:৫৩:১৩

পহেলা ফাগুন বসন্ত আমার

পহেলা ফাগুন বসন্ত আমার

   -রেজাউল করিম রেজা   

 

তুমি এসেছিলে এমনই এক ফাল্গুনে  

নিজেকে সাজিয়ে অজানা আগুনে । 

হলুদ বরন শাড়ীর ভাজে ভাজে  

তোমার রঙ্গিন মুখের আভায়,

গোলাপ ফোটানো সাজানো মাথায়

আমি যেন থমকে নিথর পলকেই।   

চাহনিতে ছিল কচি পাতার    

    প্রথম আলোর শিশির ঝিলিক,

পলকে পলকে আলো আঁধারের খেলা

কাজল আঁকা চোখের সাগরে কার যেন ছবি

কাঁপা কাঁপা অধর মিলাছে না যেন একসাথে,

কোমল হাতে ধরা আচল নিজেকে গোছাতে বেকুল।

তপ্ত আলো শীতল বাতাসে বৃক্ষ পল্লবে দোলা,

দুরু দুরু মনে উরু উরু চুলের

তোমারই মুখের লুকোচুরি খেলা ।।   

বিধিলো পরানে কাঁটা যে গোপনে

হারাতে চলেছি নতুন ভুবনে।।  

হাতটি বাড়িয়ে গোলাপ দিতেই

রিনিঝিনি হাতের চুরির শব্দে

স্বপ্ন ভাঙ্গা চেতনায় জাগা ভয়

সেতো আমার চেনা কেও নয় ।

ফাগুনের সাজে ভুলিয়েছে আমায়

ভুলিয়েছে সব সংশয়,

পহেলা ফাগুন প্রথম বসন্ত আমার

সেই সৃতি মনে আজও চির অক্ষয় ।।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে