রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ১২:২৩:১৭

সেই শহর

সেই শহর

শহরের সেই দানবীয় ঘরে 
মন নাহি টিকে হায়,
তাইতো আমি,ছুটে চলে যাই 
সেই ছোট্ট কুটিরের মাঝারায়।

শহরের সেই রাস্তার মোড়ে 
যদি থাকে কেউ পড়ে,
কেউ তো তাকে দেয় না খেতে 
তাকে নেয় না তো কারো ঘরে।

সেই শহরেরই রাক্ষসী গাড়ি 
কেড়েছে বহু জান, 
হয়েছে অনাথ,কেউবা ভিখারি 
অকাতরে,হারিয়েছে বহু প্রাণ।

সেই শহরেরই মুসাফির আমি 
থাকবো তো ক'টা দিন,
মনটা না চায়,থাকতে হেথায় 
সদা,থাকি তাই সুখহীন।

এই শহরে থাকে না বাবা 
মা-ও তো থাকে না,
তাদের ছেড়ে থাকি কি করে?
কাছে,যেতেও তো পারিনা।

তবুও হেথায় থাকতে হবে 
নিয়তির ছলনায়,
কষ্টকে তাই চেপেছি হৃদয়ে 
হাজারো বেদনায়।- মোঃআমানুল্লাহ হক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে