-রেজা
বিধাতার সৃষ্ট মানব যুগল
এই ধরারই সান,
আপন ভোগে লিপ্ত হইয়া
জন্ম দিয়াছ নতুন প্রাণ ।
ধন্য তুমি হয়েছ মাতা
ধন্য তোমার জনম কাল,
কি অপরাধ ছিল মাগো
যাকে পেটে ধরেছ দীর্ঘকাল।
পথের ধুলায় আবর্জনায়
দিয়েছ যাকে ফেলে,
কাপেনিকো বুক একটি বারও
মা-গো সে তো তোমারই ছোট্ট ছেলে।
কচি মুখে তার দাওনি চুমু
দাওনি দুধের ফোটা ,
কি করে ফুল বাঁচবে মাগো
যদি না থাকে বোটা।
ছেলে তোমার কাঁদিয়া বলে
অপরাধ কি ছিল আমার
তোমার স্নেহের উষ্ণতায় কেন
ঠাই হলো না আমার ।
সবাই বলে তুমি নাকি মা
করেছ অনেক পাপ.
তোমার পাপের ফসল আমি
পাবে কি কখনো মাপ।
পিতার মোহ করেছে অন্ধ
তোমাকে করেছে অসহায়,
ফুলের গন্ধ শুঁকিয়া পিতা
তোমাকেই ভুলিয়া যায়।
আমি যে কলি তোমাদের বলি
অপরাধ তব সম ,
অনিয়মের ঘরে জন্ম হয়ে
ভোগান্তি একা মম।
অপরাধি মাতা অপরাধি পিতা
তোমাদের বলিয়া যাই
তোমাদের পাপে পাপি হয়ে আমার
বাঁচিবার সাধ তো নাই।।