ছোট ছোট পায়ে হেঁটে চলে ক্রিকেট বিশ্বকাপ
আজ ঊনিশ সালে খেলবে বলে, এসেছে বাংলা দামাল ছেলে
জয় পরাজয় সবই হবে ক্ষয়, মাশরাফিদের ব্যাটে আর বলে
সাড়ে ষোলো কোটির মানুষের শক্তি আর বলে, জয় নিশ্চয়ই কথা বলে ।
মাশরাফি আর রুবেলদের বলে, তামিমের ছয় আর সাকিবের কৌশলে
জয় পরাজয় করি না ভয়, মাহমুদউল্লাহর লম্বা ইনিংসে, বাংলা এগিয়ে যাবে ধীরে ধীরে
কাটার মোস্তাফিজ আর মিরাজ বলে, বাংলা ক্রিকেটে কিংবদন্তির আলো দেখবে
মুশফিক সে তো ক্রিকেটের স্তম্ভ, সৌম্য হাতে আছে শক্তি, ক্রিকেট আনিবে তারা বক্তি
এই আমার বাংলাদেশ, তেত্রিশ কোটি চোখের বাংলাদেশ, জয় নিশ্চয়ই না বলার কথার বেশ।
ঊনিশ সালের বিশ্বকাপে জয়, বাংলাদেশ দৈর্ঘ্য শ্বাস, ইংল্যান্ডের মাঠে
ব্যাটে আর বলে খেলবে কৌশলে, মাশরাফিরা বলে কথা হবে ব্যাটে আর বলে
জয় পরাজয় না করি ভয়, বেঙ্গল বাঘ আর দামাল শক্তি সাহস নির্ভয়ে কথা কয়
জানি জানি মন থেকে মানি আমার সোনার বাংলা হবে নিশ্চয়ই জয়
সারা বিশ্বে ক্রিকেটের নতুন কিছু হবে বিস্ময়, আমরা করি না কারো ভয়।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
তুমি যে আমার চির বিস্ময়, তুমি যে আমার চির বিস্ময় ।
শাবলু শাহাবউদ্দিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী
তৃতীয় বর্ষ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজাপুর পাবনা ।