মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ০৪:৩২:৩৯

নাড়ীর নীড়ে

নাড়ীর নীড়ে

.................এম জে আবেদীন।
……………….............................

সব পাখি যায় ফিরে যায়
দিন শেষে তার নীড়ে। 
যত থাকে তার কর্ম যেথা 
যত জন আর ভীড়ে।

সব মানুষ যায় চলে যায়
যাপন শেষে উদযাপনে।
নিকট জনের কাছে থেকে
শক্তি আনে তার মননে।

মানুষ তো আর পাখি নয়
মানুষ তারই ভিন্ন ভবে।
মানুষ তার মন-গাড়ি তে
নীড় খুঁজে, পাবে কবে?

নীড়ে ফিরে খুঁজে ফিরে 
নাড়ীর মানুষ সব কই?
চেনা গন্ধে মুগ্ধ হয় সে
যুগ যুগান্তে তা ঐ।

নাড়ীর নীড়ে কেউবা গিয়ে
রয় নিস্তব্ধতায় রয়।
সাড়ে তিন-হাতের নীড়ের দ্বারে 
পায় স্নেহময় জয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে