আবারো ক্রিকেট মাঠে দুর্ঘটনা
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলীয় প্রতিভাবান ক্রিকেটার ফিলিপ হিউজের কথা এত অল্প সময়ে কারোরই ভুলার কথা নয়। ওই দিন প্রতিপক্ষ বোলার শন অ্যাবোটের একটি বাউন্সারই ওলট-পালট করে দেয় তার জীবন। কানের পাশে আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারান হিউজ। এর পর যা হয়েছে তা সবারই জানা।
এবার ইডেনে এএন ঘোষের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় ভবানিপুরের এক ব্যাটসম্যানের মারা বল সরাসরি ঘাড়ে লাগে ভারতীয় খেলোয়াড় ঋতমের।
এএন ঘোষ ট্রফির ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ভবানিপুরের ম্যাচ। শর্ট লেগে ফিল্ডিং করছিলেন ঋতম। তখন ব্যাট করছিলেন ভবানিপুর ক্লাবের ব্যাটসম্যান প্রিতম দত্ত। প্রিতমের ব্যাট থেকে ধেয়ে আসা বল সোজা ঘাড়ে এসে লাগে ঋতমের। মাঠেই পরে যান ঋতম। এমনকি উঠে দাঁড়াতেই পারছিল না প্রিতম। এরপর অ্যাম্বুলেন্সে করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এখন কোনও রকম জীবনাশঙ্কা নেই ঋতমের। তবে এখনও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হবে ঋতমকে।
২০ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর