স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শুরুটা ভালো হলো না গত আসরের চ্যাম্পিয়ন মালয়েশিয়ায়। এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মালয় শিবির। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোন দলই। আর এ ম্যাচে কোন দল গোল করতে না পারায় শনিবার গোল ছাড়াই শেষ হলো নেপাল বনাম মালায়েশিয়ার মধ্যকার ম্যাচটি।
শনিবার নির্ধারিত ৯০ মিনিটে কোন গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ম্যাচসেরার পুরস্কার লাভ করেন মালয়েশিয়ার গোলরক্ষক ফারিজাল হারুন।
ম্যাচ পরবর্তি সংবাদসম্মেলনে নেপাল দলের কোচ বাল্ম গোপাল মহারাজ বলেন, আমরা আমাদের খেলোয়াড়দের প্রতি সন্তষ্ট, কারন তারা মালায়েশিয়ার মত দেশের সাথে আমরা ড্রয় করতে পেরেছি,এটা আমাদের জন্য কম কিছু নয়।
এর আগে ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনে মালায়েশিয়ার কোচ এরফান ব্যক্তি বলেন, নেপাল বেশ শক্তিশালী দলে পরিনত হয়েছে, ওরা মাঠে সর্বোচ্চটুকু প্রয়োগ করেছে। তিনি বলেন আমাদের ছেলেরাও ভালো খেলেছে।
৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস