গাছের ডালে সুখের খোঁজে বাঁধল বাসা পাখি,
ভাবছে বসে আনমনে আসবে কি তার সাথী,
হঠাৎ করে আকাশ নীলে পড়ল কিসের ছায়া,
আধার করে দিল সবই ঝরল অঝোর ধারা,
পাখি তখন আপন মনে ভাবছে বসে নিজে,
জীবনে সে যে স্বপ্ন দেখে সবই কি তার মিছে?
থামল ধারা ভাঙল পারা পাখি হল দিশে হারা,
দুচোখে তার অশ্রু ধারা খবর এল শেষে,
সাথী তার হারিয়ে গেছে না ফেরার দেশে,
বৃষ্টিবাদল সব নিয়েছে শেষ হয়নি তবু,
দুচোখে তার বৃষ্টি ঝরে বুকটা করে ধুধু,
অবুঝ পাখির মন মানে না মিলবে সাথী কিসে?
তাইতো পাখি গলা ভেজালে একটুখানি বিষে,
চলে যাবে এসব ছেড়ে ডাকছে সাথী তার,
হৃদয় যে তার শূন্য বড় করছে হাহাকার,
দিন ফুরালো সন্ধ্যা এলো ভাবলো পাখি শেষে,
সাথীর খোজে দেবে পাড়ি না ফেরার দেশে,
যেথায় তার সাথী গেছে খুব সুখে আছে,
তাই পাখি চলে গেল জীবন সাথীর কাছে।
কবি: সাফিয়া আক্তার শান্তা
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস