প্রদিপ বিশ্বাস: তোমায় আমি ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু কখনো বুঝি নি এর অনুভূতি কি । আমার মনে হয় ভালোবাসার প্রথম অনুভূতি গুলো খুব চমৎকার। ভালোবাসার মানুষকে ছাড়া যেন ঘড়ির কাটাও নড়ে না । সব কিছুর মাঝে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে পরে। জীবন টা তোমার কাছে স্বপ্নের মত মনে হয়। কথা না বললে ঘুম হয় না । প্রতিটি কথার ভাজে ভাজে ভালোবাসা জড়ানো থাকে । ফোনের বিল কত আসলো সেই দিকে কোন লক্ষ নেই । লক্ষ শুধু কথা বলতে হবে , ভালবাসতে হবে । তার সাথে কাটানো সময়ের কথা মনে করে তুমি নিজেই হেসে উঠো । সবাই কেমন করে যেন তোমার দিকে তাকায় আর মনে মনে বলে-
ছেলেটা বোধয় পাগল, কে কি বলছে সেই দিকে কোন লক্ষ নেই তোমার ।
তুমি তোমার মত করে গাল বাকা করে হেসে চলেছ । হাসির মধ্যে একটু লজ্জার ভালোবাসা মেশানো থাকে কেউ তোমাকে খুজে পায় না । এ ভাবে সময় গড়িয়ে বছর ...
একটা সময় সব কিছু থেমে যায় রাত দিন কথা বলেও যে কথা শেষ হত না ,
আজ তুমি আর কথা খুজে পাও না , কেমন আছো , ভালো আছি , ভালোবাসি এই সব বলে ই কথা ফুরিয়ে যায় । দুজনের মধ্যে একটা শুন্যতা অনুভব হয় । কিছুক্ষণ চুপ করে থাকো দুজন , তার পর কেউ এক জন বলে উঠে, কি ব্যাপার কিছু বলছ না যে ? কোন কথা বলার নাই ? কথা সব ফুরিয়ে গেছে ? তুমি কোন উত্তর না পেয়ে বলে উঠ ! তুমি বল আমি শুনি । তুমি খুব অসহায় বোধ করো ! নিজেকে নিজে প্রশ্ন করো ভালোবাসা কি তাহলে ফুরিয়ে গেছে ? সেই আগের মত উচ্ছ্বাস আর নেই ? পাগলের মত তুমি আর কারো অপেক্ষায় বসে থাকো না । ম্যাসেজ আসার সাথে সাথে রিপ্লাই করার টেক্সট পাও না । ইন্টার চাপার আগে লেখা ব্যাক স্পেস হয়ে যায় । মনের ভেতরের তিল তিল করে গড়া ভালোবাসার শব্দ গুলো খুজে পাও না । কোথায় একটা সমস্যা তৈরি হয়েছে মনের ভিতরে আর কিছুই নেই । সব শূন্য ! তুমি বুঝতে পারো না ভালোবাসা তোমায় নিয়ে খেলা করছে । এক সময় ভালোবাসার খেলার কাছে তোমার পরাজয় হয় , খুব হাসি খুশী একটি জোড়া রঙ্গিন ছবি হুট করেই সাদা-কালো হয়ে যায় । তুমি ভেবে নাও ভালোবাসা নেই , ভালোবাসা হারিয়ে গিয়েছে, অনুভূতি গুলো মরে গিয়েছে । তুমি মৃত ভালোবাসা কে জাগানোর চেষ্টা করো । তোমার হাজার চেষ্টায়ও ভালোবাসা জাগে না । একটা সময় ধরে নাও ভালোবাসা মরে গিয়েছে । তোমার মনে ভালোবাসার কোন অস্তিত্ব নেই । বেশ কিছুদিন পর মনের দরজায় চিন চিন ব্যেথা অনুভব হয় , পুরনো কিছু একটা মিসস করো তুমি বুঝতে পারো ভালোবাসা মরেনি ।তীব্র এক শুন্যতা অনুভব করো , চোখ বন্ধ করে তুমি অতীতে ফিরে যাও । তোমার অবুঝ মন খা খা করে উঠে, দৌড়ে গিয়ে দরজা খুলতে "ই দেখ ওপাশ একটা তালা , খুব ই পরিচিত তোমার নিজের হাতেই কেনা। দরজার ওপাশ থেকে ফিস ফিস করে শব্দ আসছে অনেক দেরি করে ফেললে তুমি আরো আগে কেন আসলে না । তোমার শূন্যতায় আমি একা কি বাস করেছি তুমি কি বুঝো সেটা । বোঝো না, বুঝলে আরো আগে চলে আসতে......
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/প্রদিপ/পিবি