সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১১:২৩:৪৪

‘আমি এক আজব ছেলে’

‘আমি এক আজব ছেলে’

প্রদিপ বিশ্বাস: আমি যে আমার বাবা মায়ের একমাত্র ছেলে সেটা আমার বলতে লজ্জা লাগে - সারাদিন প্রেমিকার খোঁজখবর নেয়া ছেলেটা, নিজের বাবা, মায়ের কোন খোঁজখবর রাখে না।

প্রেমিকা না খেলে কতো কান্নাকাটি, আর মা বাবা ঠিকমত খাবার খেলো কি না তাও খেয়াল করে না। মুঠোফোন বা মেসেজ বক্সে হাজার বার "I love you" বলতে পারে যে বালক, সে তার বাবা মাকে একবার ভালোবাসি বলতে লজ্জা পায়।

এটাই নিয়ম, এটাই বাস্তবতা। সারা রাত কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা মা বাবার কোনো গুরুত্ব নেই
তার কাছে, অথচ এই ছেলেই তাদের জীবনের সব। পরিবর্তন হওয়া দরকার আমাদের এই রকম
মানুষিকতার।

আমি বলছি না, প্রেমিকার খেয়াল রাখবেন না। আমি বলছি - আপনার সারাদিনের কিছু সময় থাকুক তাদের জন্য, যারা আপনাকে নি:স্বার্থ ভাবে ভালোবাসে।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে