স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষ পেয়ে শেষ পর্যন্ত বড় জয়ই পেল ভারতীয় ক্রিকেট দল। দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে শুভ সূচনা করেছে আসরের অন্যতম ফেভারিটরা দল ভারতের যুবারা।
বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন বারের চ্যাম্পিয়ন ভারতকে ২৬৮ রানে বেঁধে রাখে আইসিসির সহযোগী দল আয়ারল্যান্ড। তাদের ছুঁয়ে দেয়া ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৮৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
প্রথম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে ভারত। ভারতীয় দলে পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন সরফরাজ। আইরিশদের হয়ে জশুয়া লিটল, ররি আন্দ্রেস ৩টি। আর গ্যারি ম্যাকক্লিনটক ও হ্যারি টেকটর নেন ১টি করে উইকেট।
২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ রান করে ফিরে যান আইরিশ দুই ওপেনার জ্যাক টেকটর ও স্টিফেন ধোনি। আইরিশদের হয়ে লড়াকু ৫৭ রানের ইনিংস খেলেছেন লরক্যান টাকার। তবে তার ৫৭ রান নিয়েও ভারতের বোলিং তোপে বেশি দূর এগুতে পারেনি আইরিশরা। ফলে সব উইকেট হারিয়ে ১৮৯ রানে থেমে যায় আইরিশদের ইনিংস।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস